Honorable Teachers

Honorable Teachers

প্রধান শিক্ষকের বানী | Char Hasan Bhuiyarhat High School

 প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী,

আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাচ্ছি।

চর অঞ্চলের এই প্রত্যন্ত এলাকায় অবস্থিত Char Hasan Bhuiyarhat High School প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার আলো ছড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি—মানসম্মত শিক্ষা শুধুমাত্র বইমুখী জ্ঞান নয়; এটি চরিত্র গঠন, মানবিকতা, নৈতিকতা এবং বাস্তব জীবনের দক্ষতা অর্জনের সমন্বয়।



এ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে প্রতিটি শিক্ষার্থীকে আলোর পথে এগিয়ে নিতে সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। সীমিত অবকাঠামো ও ভৌগোলিক চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের লক্ষ্য একই—শিক্ষার্থীদের সৎ, শৃঙ্খলাবদ্ধ, নৈতিক এবং যোগ্য নাগরিকে পরিণত করা।


আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করছি—

  • নিয়মিত অধ্যয়ন করো
  • শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হও
  • সময়ের মূল্য দাও
  • সৎ, পরিশ্রমী ও আত্মনির্ভরশীল হও



অভিভাবকদের প্রতিও বিশেষ আহ্বান—সন্তানের শিক্ষা-জীবনে আপনাদের সহযোগিতা সবচেয়ে মূল্যবান। নিয়মিত খোঁজখবর নিন, তাদের সঠিক পথে চলতে উৎসাহ দিন।


সবশেষে, Char Hasan Bhuiyarhat High School-এর উন্নয়ন ও অগ্রযাত্রায় জড়িত সকলকে ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি।

আসুন, আমরা সবাই মিলে একটি শিক্ষিত, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলি।

ধন্যবাদ।


— নূর নাহার বেগম

প্রধান শিক্ষক

ইনডেক্স নং. ১০৪৫৯১৯

Char Hasan Bhuiyarhat High School, Subarnachar, Noakhali

0 comments:

Post a Comment